Wed. Sep 17th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,শনিবার , ০৬ অক্টোবর ২০১৮: বিএনপি ও যুক্তফ্রন্ট নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে এবার গঠন করা হয়েছে ৬ সদস্যের একটি লিঁয়াজো কমিটি। এতে ঐক্য প্রক্রিয়ার মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করবে এই কমিটি।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের তিন নেতাকে এ কমিটিতে সংযুক্ত করা হবে। ফলে এ কমিটির পরিসর আরও বৃদ্ধি পাবে। বর্তমানে ড. কামাল হোসেন সিঙ্গাপুরে আছেন। তিনি দেশে ফেরার পর এ প্রক্রিয়া শুরু হবে।

মূলত, লিঁয়াজো কমিটি কর্মসূচি প্রণয়নসহ অন্যান্য বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে। আগামী দুই-তিনদিনের মধ্যেই বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা একটি বৈঠকের মাধ্যমে পূর্ণাঙ্গ লিঁয়াজো কমিটি গঠন করবেন। সোমবার (৮ অক্টোবর) পূণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে প্রাথমিকভাবে বিএনপি ও যুক্তফ্রন্টের ৬ নেতার সমন্বয়ে একটি লিঁয়াজো কমিটির অনানুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ড. কামাল হোসেন দেশে ফেরার পর তার নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার তিন নেতা গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে এ কমিটিতে যুক্ত করা হবে। শনিবার (৬ অক্টোবর) ড. কামাল হোসেনের ফেরার পর আলাপ-আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ দিকে বিষয়টি নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি-যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া মিলে ভোটের অধিকার আদায়ে একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

লিঁয়াজো কমিটিতে বিএনপির পক্ষে রাখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদকে।

আর যুক্তফ্রন্টের পক্ষে আছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।