Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,শনিবার , ০৬ অক্টোবর ২০১৮:  ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর পৃষ্ঠপোষকতায় অক্টোবর ০৫, ২০১৮ তারিখে ঢাকার লালবাগ কেল্লায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ার ক্যাম্প-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এডুকেশন এন্ড কালচারাল সোসাইটি এবং বাংলাদেশ প্রত্বতত্ব অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সৈয়দ ওয়াসেক মোঃ আলী, ব্যবস্থাপনা পরিচালক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড; এইচ. ই. ভিসেন্ট ভিভেনসিও টি. বানডিল্লো, মাননীয় রাষ্ট্রদূত, ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাস ও  তাকেশি ইতো, চার্জ দ্য এ্যাফেয়ার্স, ঢাকাস্থ জাপান দূতাবাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্বতত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আলতাফ হোসেন।

 এছাড়াও উদ্ভোধনী অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তফা খায়েরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন এডুকেশন এন্ড কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট এন্ড সিইও কাজী নাসরীন সিদ্দিকা।  এবছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলেন্টিয়ার টিম কাজ করবে বাংলাদেশের পাহাড়পুর বোদ্ধ বিহার নিয়ে।