Wed. Sep 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার ১১ অক্টোবর ২০১৮ঃ প্রীতি ম্যাচ হলেও আগুন-বারুদে লড়াইয়ের উত্তেজনা ছড়াচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী ১৬ অক্টোবর মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচ খেলবেন না লিওনেল মেসি। তারপরও আর্জেন্টিনাকে খাটো করে দেখছেন না ব্রাজিলের তারকা ফিলিপ্পে কৌতিনিয়ো। জয় উৎসব করতে মুখিয়ে বার্সেলোনার মিডফিল্ডার।

দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে শুরু হচ্ছে সৌদি আরবে। এই ম্যাচে মেসির থাকা বা না থাকাকে খুব বড় করে দেখছেন না কৌতিনিয়ো। তিনি বলেছেন, ‘মেসি আর আমি আমাদের জাতীয় দলকে নিয়ে খুব বেশি কথা বলি না। সে না খেললেও এই ম্যাচ বড় কিছু হবে। আন্তর্জাতিক ফুটবলে এটা অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা।’

কৌতিনিয়োর লক্ষ্য এখন আর্জেন্টিনাকে হারানো, ‘মেসি খেলুক বা না খেলুক আমি আর্জেন্টিনাকে হারাতে চাই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভালোভাবে খেলা এবং ম্যাচটা জেতা।’

বার্সেলোনা লা লিগায় টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না ব্রাজিলিয়ান তারকা, ‘এটা সত্যি যে টানা চার ম্যাচ জয়হীন থাকা স্বাভাবিক নয়। যাই হোক, এটা কেবল লম্বা মৌসুমের শুরু। অনেক কিছু হতে পারে সামনে।