Fri. Aug 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪, শুক্রবার  ১২ অক্টোবর ২০১৮ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী প্রক্টর পদে ৫ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী  আগামী এক বছরের জন্য তাদের নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য ৫ জন শিক্ষককে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগকৃত শিক্ষকরা হলেন, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার ও অর্থনীতি বিভাগের শিক্ষক শাহেদ আহম্মেদ। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘ ইতোপূর্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। নতুন প্রক্টরিয়াল বডির সদস্যরাও আগামী এক বছরের জন্য সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।