Mon. Sep 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪, শনিবার  ১৩ অক্টোবর ২০১৮ঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছড়ে পড়েছে চার মাত্রার ঘূর্ণিঝড় মাইকেল। এর পরই অবশ্য সেটি দুর্বল হতে হতে মৌসুমি ঝড়ে পরিণত হয়। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হারিকেনের আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ফ্লোরিডা, আলাবামা, জর্জিয়া এবং ক্যারোলাইনার ১৪ লাখেরও বেশি ঘরবাড়ি।

স্থানীয় সময় বুধবার দুপুরে ঘণ্টায় ১৫৫ মাইল গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় মাইকেল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত শুরু করে। ফ্লোরিডা উপকূলের প্যানহ্যান্ডেল এলাকায় প্রবল বেগে আঘাত করা এ ঝড়কে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় অ্যাখ্যা দিচ্ছে কর্তৃপক্ষ।

আঘাত হানার পর দুর্বল হওয়া শুরু করলেও এটি বিপজ্জনক মাত্রায় ফ্লোরিডার ওপর দিয়ে বয়ে যায়। বুধবার দিবাগত মধ্যরাত নাগাদ এ ঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ মাইলে নেমে আসে এবং ভোর নাগাদ তা ঘণ্টায় ৫০ মাইলে পৌঁছায়। এ ঝড় ফ্লোরিডা থেকে জর্জিয়া হয়ে ক্যারোলাইনার দিকে বয়ে যেতে শুরু করে। নর্থ ও সাউথ ক্যারোলাইনা এখনো ঘূর্ণিঝড় ফ্লেরেন্সের গত মাসের আঘাত সামাল দিয়ে উঠতে পারেনি।