Sat. Sep 20th, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪, রবিবার,  ১৪ অক্টোবর ২০১৮ঃ  বর্তমান সরকারের স্বৈরতান্ত্রিক দুঃশাসন-জুলুম-লুটপাটের প্রতিবাদে, বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সচিবালয়ের অভিমুখে বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশ বেরিকেড দেয়। এ সময় বেরিকেড সরিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হননি।

বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বলেন, দাবি আদায়ে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ সময় তারা ব্যারিকেড সরিয়ে পুলিশের সঙ্গে বাম জোটের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। তারা সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৯ অক্টোবর রাষ্ট্রপতির কাছে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান, এর আগে ২৩ অক্টোবর সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের বজরুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।