Tue. Sep 16th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,বুধবার .১৭ অক্টোবর ২০১৮ঃ  ৫০ বছরের ইতিহাসে এই প্রথম ‘মিস এশিয়া প্যাসিফিক’ মুকুট জয় করলেন শরিফা আকিল নামে এক ফিলিপিনো মুসলিম তরুণী। এই নিয়ে পাঁচবার ফিলিপিনো সুন্দরীদের 'মিস এশিয়া প্যাসিফিক' মুকুট জয়।

ম্যানিলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন ব্রাজিল সুন্দরী গ্যাব্রিয়েলা পালমা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রানার-আপ হয়েছেন যথাক্রমে কোস্টারিকার সুন্দরী মেলানিয়া গঞ্জালেজ, মঙ্গোলিয়ার মিশেল্ট নরম্যান্ডাক ও ভেনেজুয়েলা সুন্দরী মারিয়ানি এঙ্গারিতা।

শিরোপা জয়ের পর শরিফা বলেন, বিশ্বজুড়ে ভয়ংকর সমস্যা সাইবার ক্রাইমকে নিজ নিজ মূল্যবোধ থেকে প্রতিহত করতে হবে। মানবতার সার্বিক কল্যাণের পথ সুগম রাখতে তথ্য-প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে।

ম্যানিলার পারফর্মিং আর্টস সেন্টারে বিভিন্ন দেশের ৫০ জন সুন্দরীর প্রতিযোগিতায় অংশ নেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে নিউইয়র্কের মারজানা চৌধুরী ২০তম স্থান দখল করেছেন।