Tue. Sep 16th, 2025
Advertisements


 খোলা বাজার ২৪,বুধবার .১৭ অক্টোবর ২০১৮ঃ  চট্টগ্রাম নগরের পাথরঘাটায় রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে এবার কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছে সাত বছরের শ্রেয়সী বিশ্বাস তাথৈকে।

শ্রেয়সী সেন্ট যোসেফস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

বুধবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শ্যামল সাধু মোহন্ত মহারাজের পৌরহিত্যে কুমারী পূজা সম্পন্ন হয়।

তিনি বাংলানিউজকে বলেন, হিন্দু শাস্ত্র মতে ১-১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা যেকোনো বর্ণের ও গোত্রের কুমারীকে পূজা করার কথা বলা হয়েছে। বয়স ভেদে কুমারীর নাম ভিন্ন হয়। এবার সাত বছরের কুমারী হওয়ায় শাস্ত্র মতে নাম মালিনী। এ নামে পূজিত হলে ধন-ঐশ্বর্য লাভ হয়।

পূজারী ছিলেন পণ্ডিত বাবলা চক্রবর্তী ও তন্ত্রধারে ছিলেন জুয়েল নাথ।

শ্রেয়সী দেওয়ানজী পুকুর পাড়ের শ্যামল কুমার বিশ্বাস ও তনিমা বিশ্বাস টিনার মেয়ে। মেয়েকে কুমারী পূজার আসনে বসানোতে তারা পরম সৌভাগ্যবান বলে জানান।