Wed. Sep 17th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,  রবিবার  ২১ অক্টোবর ২০১৮ঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা প্রদানের প্রতিবাদে রাজধানীর কল্যাণপুরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মিছিলে নেতৃত্ব দেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে ৭টায় কল্যাণপুর-শ্যামলী মহাসড়কে এই কালো পতাকা মিছিল করে বিএনপি।

মিছিলে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে রায় বাতিলের দাবিতে নেতাকর্মীরা কালো পতাকা হাতে সোচ্চার কণ্ঠে স্লোগান দেন ।