Thu. Sep 18th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,  রবিবার  ২১ অক্টোবর ২০১৮ঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বন্দর নগরীতে প্রয়াত সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চুর নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন।

নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে শনিবার আইয়ুব বাচ্চুর জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আজ রবিবার সিটি করপোরেশনের সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনের একটি হলের নাম আইয়ুব বাচ্চুর নামে রাখার প্রস্তাব জানান মেয়র।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু মারা যান।