Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার ২৪, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ঃ  প্রফেসর এন.আর.এম. বোরহান উদ্দিন, পিএইচডি পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান এবং দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ  ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ২১ অক্টোবর ২০১৮ রবিবার বোর্ড অব ডাইরেক্টরস-এর এক সভায় আগামী এক বছরের জন্য তাদের নির্বাচিত করা হয়। 

প্রফেসর এন.আর.এম. বোরহান উদ্দিন, পিএইচডি সিটি ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর। তিনি নিউজার্সির স্টিভেন্স টেকনোলজি থেকে পিএইচডি, আমেরিকার পেনসিলভানিয়ার পিটসবার্গ ইউনিভার্সিটি থেকে এমবিএ ও ইন্ডিয়ানার বিএসইউ থেকে এমএস ডিগ্রি লাভ করেন। 

দেওয়ান নূরুল ইসলাম, এফসিএ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) থেকে ফিন্যান্স-এ এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি পদ্মা অয়েল কোম্পানীর পরিচালক এবং রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর অডিট কমিটি ও বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশদ-এর সভাপতি।