Wed. Sep 17th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮ঃ  অবশেষে আসছে নভেম্বরে আনকাট ছাড়পত্র পেতে যাচ্ছে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’। এরইমধ্যে গত ১৮ অক্টোবর সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। 

আবু আক্তারুল ইমান পরিচালিত এ ছবির মূল চরিত্রে দেখা যাবে ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খানকে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। 

ছবিটি মুক্তি প্রসঙ্গে ইমান গণমাধ্যমকে বলেন, ‘বিনা কর্তনে ছাড়পত্র পাওয়াতে আমি অনেক আনন্দিত। আসা করছি আগামী নভেম্বর মাসের কোনও এক শুক্রবারে মুক্তি দিতে পারবো। তবে নির্দিষ্ট তারিখটি জানাবো সপ্তাহখানেক পর।’

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ ছবির কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। 

এদিকে ‘মিস্টার বাংলাদেশ’ এর মধ্য দিয়েই রূপালি পর্দায় অভিষিক্ত হচ্ছেন টিভি অভিনেত্রী শানারেই দেবী শানু। 

অ্যাকশন ও থ্রিলারধর্মী এ ছবিতে আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ।