Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮ঃ  সিলেট এমএজি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী সজীব বাড়ৈর কাছে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক।

এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসইভিপি মো. কামাল উদ্দিন, সিএফও মো. মাসুদুর রহমান ও কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী এবং শিক্ষার্থীর বাবা সুধীর বাড়ৈ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সজীব বাড়ৈ চলতি বছরে মেডেকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু পেশায় দর্জি বাবার পক্ষে ভর্তি টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না, এই মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এসবিএসি ব্যাংক এ শিক্ষাবৃত্তি প্রদান করেছে।