Mon. Sep 22nd, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার .২৪ অক্টোবর ২০১৮ঃ আইনি জটিলতায় পড়েছিল সাইমন সাদিক ও অধরা খান অভিনীত নতুন ছবি ‘মাতাল’। নতুন করে ছবিটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

আগামী ২৬ অক্টোবর মুক্তি পাবে শাহীন সুমনের পরিচালনায় এই ছবিটি। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এর প্রযোজক শরিফ চৌধুরী।

সর্বশেষ গত ১২ অক্টোবর ছবিটি মুক্তির কথা থাকলেও আইনি জটিলতায় আটকে গিয়েছিল। তবে সবকিছু সমাধান করে ছবিটি আগামী ২৬ অক্টোবরই মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রযোজক।

এ সম্পর্কে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘খুব সুন্দর গল্পের একটি ছবি মাতাল। ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।ভালো গল্প, ভালো নির্মাণ সব মিলিয়ে পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটি ছবি নির্মাণ করেছেন শাহীন সুমন ভাই। জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এজন্য অনেক ভালো লাগছে’।