Mon. Sep 22nd, 2025
Advertisements

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ চলছে, মানুষের ঢল

খোলা বাজার ২৪,বুধবার .২৪ অক্টোবর ২০১৮ঃ  সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। বক্তব্য রাখছেন ঐক্যফ্রন্টের নেতারা। জোট গঠনের পর এটাই ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ। এ সমাবেশকে ঘিরে সকল মহলের কৌতূহল। নানা বাধা সত্ত্বেও নেতাকর্মীরা মিছিল সহকারে সিলেটের রেজিস্ট্রি মাঠে উপস্থিত হয়েছেন। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখবেন নেতারা।

নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং বুকে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ দাবিসহ বিভিন্ন দাবি লিখে সমাবেশস্থলে এসেছেন।

ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছে গণফোরাম সভাপতি ড. কামাল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এদিকে ঐক্যফ্রন্টের শরীক দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে জমায়েত হচ্ছেন। দলীয় সমর্থকরা নানা শ্লোগান দিয়ে উপস্থিত হচ্ছেন রেজিস্ট্রি মাঠে। ক্রমেই বাড়ছে সমাবেশস্থলে উপস্থিতির সংখ্যা।