Wed. Sep 17th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,বুধবার .২৪ অক্টোবর ২০১৮ঃ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় () হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের কম্পিউটেড টমোগ্রাফি (সিটি) স্ক্যান করা হয়েছে।


বুধবার বেলা আড়ইটার দিকে সিটি স্ক্যান করা হয় বলে জানিয়েছেন বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. আব্দুলাহ-আল-হারুন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

সেই থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য আদালতের নির্দেশনা অনুযায়ী ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ১০ অক্টোবর মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেন। তবে কী ধরনের অসুখ বা কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে তা সাংবাদিকদের জানানো হয়নি।