Sun. Sep 21st, 2025
Advertisements


 

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার, .২৫ অক্টোবর ২০১৮ঃ  গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এবার মাছ চুরির অভিযোগে আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। কাজী মহিবুল রব নামের এক ব্যক্তি মামলাটি করেন।   

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বুধবার রাতে মামলাটি দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানা যায়, মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ ২  জনের নাম উল্লেখ করা হয়েছে। জাফরুল্লাহ চৌধুরী তার লোকজন দিয়ে জমিতে থাকা পুকুরের মাছ চুরি করিয়েছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এনিয়ে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মোট ৫টি মামলা দায়ের হলো। এর মধ্যে তিনটি মামলায় জাফরুল্লাহ চৌধুরী হাইকোর্টে থেকে আগাম জামিন নিয়েছেন।