Mon. Sep 22nd, 2025
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮ঃ  লাতিফুল সাফি ডায়মন্ডঃ রংপুর মহানগরের ২১নং ওয়ার্ডে বাসিন্দা ছাত্রলীগ নেতা মোঃ হায়দার (২২) গত বুধবার বিকেল ৫ টায় রংপুর লালবাগ হাটে তার ছোট ভাই হানিফ ও তার বাবা ওয়াশিম গরু ও ছাগল কিনতে যায়। 
তারা হাটে অবস্থান কালীন সময় অজ্ঞাত একদল সন্ত্রাসী এসে হায়দারের উপর আক্রমন করে। ছোট ভাই ও বাবা এগিয়ে এলে দুর্বিত্ত্বরা তাদের উপরও আক্রমন চালায়।
গবাদি পশু কেনা বাবদ হায়দারের বাবা ওয়াসিম সাহেবের কাছে থাকা ১০,৩৫০০০ টাকা যা সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হায়দার এবং তার ছোট ভাই হানিফকে এলোপাতারি আঘাতের ফলে তারা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্বিত্ত্বরা অস্ত্র হিসাবে চাইনিজ কুড়াল ও রাম দা ব্যবহার করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হাটে প্রতক্ষ্যদর্শীদের মতে, হায়দারকে আঘাত করা হয় মাথায় কিন্তু তা মাথায় না লেগে কাধেঁ লাগে। ভাগ্যের জোড়ে তিনি প্রানে বেঁচে যান।
এমন পরিস্থিতিতে আশে পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়দের কাছে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে সন্ত্রাসীদের কাউকেই চেনা যায়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন-
হায়দারের যখম অত্যন্ত গুরুতর, তার যখম হওয়া কাঁধে ২৭টি সেলাই করতে হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরন ও বড় ধরনের আঘাত খুবই মর্মান্তিক,তবে তিনি বর্তমান বিপদের আশঙ্কা মুক্ত।