খোলা বাজার ২৪, রবিবার ২৮ অক্টোবর ২০১৮ঃ মিজানুর রহমান, লালমনিরহাট হাতীবান্ধা থেকেঃ উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাট।হাতীবান্ধা-পাটগ্রাম নিয়ে গঠিত লালমনিরহাট-০১ আসন। এ আসনে আ'লীগের একমাত্র নৌকা মার্কার প্রার্থী মোতাহার হোসেন প্রথমে অষ্টম জাতীয় সংসদের এম পি হয়ে পরপর তিন বার এম পি নির্বাচিত হন।এবং লালমনিরহাট ০১ আসনের বিপুল ভোটে এম পি নির্বাচিত হন জননেতা মোতাহার হোসেন মহোদয়। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িক্ত পান তিনি।
বিগত সরকারের আমলে উন্নয়নে পিছিয়ে পরা এই হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন লালমনিরহাট জেলা আ'লীগের সম্মাণিত সভাপতি জননেতা মোতাহার হোসেন এম পি।
হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার প্রতিটি রাস্তা পাকাকরণসহ স্কুল,কলেজ,ব্রীজ,কালভার্ট নির্মাণ করেন তিনি।
মোতাহার হোসেন এম পি প্রতিমন্ত্রীর দায়িক্ত পেয়ে পিছিয়ে পরা এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ওতপ্রোতভাবে কাজ করেছেন প্রবীণ এই রাজনীতিবিদ।
নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ মানুষের সাথে মোতাহার হোসেন এম পির ঘনিষ্ঠ সম্পর্ক এখনো বিদ্যমান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার প্রতিটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্হাপনসহ শুভ উদ্বোধন করেন।ফলে এলাকার মানুষ পাচ্ছেন তার প্রতিটি উন্নয়নের ছোঁয়া।
এতে তার জনগনের সাথে সরাসরি সম্পৃক্ততা ও জনপ্রিয়তা বেড়েছে হাজারো গুণ।
মোতাহার হোসেন এম পির লক্ষ্যই ছিল হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার জনসাধারণের ভাগ্য উন্নয়ন।তিনি উন্নয়নে বিশ্বাসী ছিলেন।
তিনি এলাকার শিক্ষিত মানুষের বেকারত্ব দূর করার জন্য ন্যাশনাল সার্ভির চালু করেছিলেন।যার ফলে দল- মত নির্বিশেষে সবার শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তার রাজনৈতিক দূরদর্শিতায় হাতীবান্ধা-পাটগ্রাম আ'লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুসংগঠিত।আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকার প্রার্থী হিসেবে মোতাহার হোসেনকেই চাইছেন হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার সাধারণ জনগন।
মোতাহার হোসেন এম পি হাতীবান্ধা-পাটগ্রামের প্রতিটি সভা,সেমিনারে উপস্হিত থাকেন। এতে তার নির্বাচনী এলাকার নেতাকর্মীর সাথে তার সুসম্পর্ক এখনো বিদ্যমান।
লালমনিরহাট জেলা আ'লীগের সভাপতি মোতাহার হোসেন এম পি শুধু হাতীবান্ধা-পাটগ্রাম নয় লালমনিরহাট জেলাবাসীর দৃষ্টি কেড়েছেন উন্নয়ন করে।
জেলাবাসীর উন্নয়নই ছিল যেন তার প্রধান লক্ষ্য।
হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার সামাজিক অনুষ্ঠানেও প্রতক্ষ্যভাবে উপস্হিত থেকে জনগণের সমস্যার কথা শুনে শুনে তা সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করতেন তিনি।
যার ফলে এলাকার মানুষ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মোতাহার হোসেনকে জয়ী করবে এটাই অত্র এলাকার নেতাকর্মীরর দৃঢ বিশ্বাস।