Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ৩০ অক্টোবর ২০১৮ঃ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন পরিচালিত কল্যাণী ইনক্লুসিভ স্কুল- এর প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মাইক্রোবাস উপহার দিয়েছে। ৩০ অক্টোবর ২০১৮ তারিখে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ ঢাকার মিরপুরে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শামীম ফেরদৌস-এর হাতে ব্যাংকের পক্ষ থেকে মাইক্রোবাস হস্তান্তর করেন।

এ সময় ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ, বাংলাদেশ ইন্সটিটিউট অব স্পেশাল এডুকেশন-এর অধ্যক্ষ মনিরা ইয়াসমিন এবং ভার্গো ইভেন্টস্-এর পরিচালক ও ক্রিয়েটিভ কন্সালটেন্ট লায়লা সাজিদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।