Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ৩০ অক্টোবর ২০১৮ঃ মো.রাসেল মিয়ঃনরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় মুক্তি না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকালে চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ প্রহরায় বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় শেষ হয়। সে সময় সেখানে একটি বিক্ষোভ সমাবেশ  সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, মৎসজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন ও শাহজাহান মলি¬কসহ  জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।