Fri. Sep 12th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ  (মোঃ রাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধি) মাসব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী। ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন। কবর জিয়ারত, দোয়া মাহফিল, গণভোজ, বিনামূল্যে রক্তদান, বিনামূলে চক্ষু চিকিৎসা সেবা, খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন, আলোচনা সভা ও স্বরণ সভার আয়োজন করা হয়েছে। 
জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন, শহর, থানা ও জেলা আওয়ামিলীগ এই কর্মসূচি পালন করছে। 
বৃহস্পতিবার কর্মসূচির প্রথম দিনে প্রয়াত মেয়র লোকমান হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতৃবৃন্দসহ পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ। নরসিংদীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল ও গণভোজের। 
নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন মোবাকে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। 
বুধবার সন্ধ্যায় পুলিশ মোবারক হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ২ দিনের রিমান্ডাদেশ দেন বিচারক। 
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোবারকের দেওয়া তথ্য ভিত্তিতে তাকে সাথে নিয়ে পুলিশ শহরের ব্রাহ্মন্দীস্থ তার শশুরবাড়ীতে অভিযান চালায়। এসময় পুলিশ সেখান থেকে দু’টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। এদিকে পুলিশ বুধবার সন্ধ্যায় ১০ দিনে রিমান্ড আবেদন করে মোবারক হোসেনকে নরসিংদী অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট শামীমা আক্তারের আদালতে হাজির করে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিজ্ঞ বিচারক ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। 
উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীরা শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে গুলি করে জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যা করে। ব্যাপক জনপ্রিয়তার কারণে দ্বিতীয়বারের মতো পৌর মেয়র নির্বাচিত হওয়ার মাত্র আট মাসের মাথায় তাকে নির্মমভাবে খুন হতে হয়। স্পর্শকাতর ওই হত্যাকান্ডের ঘটনা মনে হলে আজও হতচকিয়ে উঠেন নরসিংদীবাসী।