খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ আজ ০১লা নভেম্বর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ের প্রতিবাদে কেন্দ্রী ঘোষিত পিরোজপুর জেলা বিএনপির গন-অনশন কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।
সকালে জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচী পালনের উদ্দেশ্যে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং পুলিশ নেতাকর্মীদের কার্যালয় থেকে বের করে দিয়ে জেলা বিএনপির কার্যালয়ে তালাবদ্ধ করে কার্যাল ঘিরে রাখে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য কে,এম শাখাওয়াত হোসেন, ইসরাইল শেখ, এনামুল কবির, জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সিঃ সহ-সভাপতি তানজিদ হাসান প্রমুখ।