খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ-এ কাসা (কারেন্ট এন্ড সেভিংস অ্যাকাউন্ট) ক্যাম্পেইন-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ফজলুল করিম।
১ নভেম্বর বৃহস্পতিবার ব্যাংকের মতিঝিল শাখায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর। মতিঝিল শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট লোকমানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা খলিলুর রহমানসহ মতিঝিল শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন মাসব্যাপী কাসা ক্যাম্পেইন শেষ হবে ৩১ জানুয়ারি ২০১৯। কাসা ক্যাম্পেইনে সেরা ২০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে।