খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০১ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) ধর্ষন মামলার আসামী কাউসার মিয়া(২২)কে গ্রেফতার করে শিবপুর থানা পুলিশ।
গত ৩১ অক্টোবর কিশোরির মা রতনা বেগম কওমী মাদ্রাসার শিক্ষক কাউছারের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩: ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে ৩১ অক্টোবর সন্ধ্যায় আসামী কাউছারকে মাদ্রাসা প্রাঙ্গন হইতে গ্রেফতার করেন শিবপুর মডেল থানার এস.আই বিল্লাল হোসেন এবং এ.এস.আই দ্বীন ইসলাম।
জানা যায়, নরসিংদী জেলার শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী রতনা বেগম নোয়াদিয়া গাল্স স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মেয়ে স্বপ্না আক্তারকে সাধারণ শিক্ষার পাশাপাশি আরবী শিক্ষা গ্রহনের জন্য নোয়াদিয়া জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসায় ভর্তি করে। আরবী শিক্ষার জন্য স্বপ্না আক্তার মাদ্রাসায় গেলে নারায়নগঞ্জ জেলার পচানী গ্রামের আঃ করিমের ছেলে নোয়াদিয়া জামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার শিক্ষক কাউছার আহমেদ রনি স্বপ্নাকে প্রায়ই প্রেম নিবেদন করত। বিষয়টি জানতে পেরে মেয়ের মাদ্রাসা যাওয়া বন্ধ করে দেয় রতনা বেগম।
গত ৩০ অক্টোবর রাত্রী ১:০০ ঘটিকায় প্রকৃতির টানে স্বপ্না ঘর থেকে বাহির হইয়া টয়লেটে যায় এবং টয়লেট থেকে বাহির হইয়া আসার সময় ওঁৎ পেতে থাকা শিক্ষক কাউছার স্বপ্নার মুখ চাপিয়া ধরিয়া নদীর পাড়ে নিয়া জোর পূর্বক ধর্ষণ করে। স্বপ্নার ডাকচিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে কাউছার দৌড়াইয়া পালিইয়ে যায়। এলাকাবাসী জানায়, পূর্বেও মাদ্রাসার শিক্ষক কাউছার কতৃক কয়েকটি মেয়ে বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়েছে ,তারা প্রশাসনের কাছে সুষ্ট বিচার দাবী করছে।