Tue. Sep 16th, 2025
Advertisements

৬ নভেম্বর রাজধানীতে ঐক্যফ্রন্টের জনসভা

খোলা বাজার ২৪,শুক্রবার,০২ নভেম্বর ২০১৮ঃ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে সিলেটে জনসভা করে। এরপর তারা বন্দরনগরী চট্টগ্রামে জনসভা করে। এরই ধারাবাকিতায় আগামী ৬ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। 

শুক্রবার (২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচির কথা জানান।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা এখনও সমাবেশের অনুমতি পাইনি। তবে অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। আশা করি অনুমতি পাবো।’

তিনি বলেন, ‘জনসভা সফল করতে ৩ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার সাবেক এমপিদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া,আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।