Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ  বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি, সড়ক ও জনপদের বিভাগের ডান্ডোয়াট- উদয়কাঠি-মরিচবুনিয়া-নাজিরপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ৪৭ কোটি টাকা ব্যায়ে নির্মানাধীন  ওই সড়কের উদ্বোধন করেন বরিশাল-২ আসেনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। 

এ সময় তিনি বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসির্ন্্্্্্্্্্্্্্্্্উা  নয়নকমকান্ডের অংশ হিসেবে বানারীপাড়া বাসীর জন্য এ সড়টি অন্যতম। শেখ হাসিনা দেশকেএকটি উন্নতদেশে পরিনত করারজন্য কাজকরছেন। উন্নয়নের এ ধারাকেঅব্যহতরাখতেপুনরায় নৌকায় ভোট দেওয়ারজন্য আহ্বানজানান। বরিশালসড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহীপ্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা দেন বানারীপাড়া পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীল,  উপজেলা আওয়মীলীগের সভাপতি গোলাম সালেহমঞ্জু মোল্লা, সম্পাদক মাওলাদ হোসেনসানা, ভাইস চেয়ারম্যান শরীফউদ্দীনআহমদ কিসলু, পুলিশ ইনপ্ক্টের আবুলখায়ের, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শান্তপ্রমুখ।

এরআগে উপজেলা পরিষদ মিলনায়তনেইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে সংসদ সদস্যেরএচ্ছিকতহবীলে টাকা থেকে ১৩ পরিবারকে ১৩ টি গাভী বিতরনকরেন