খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ আব্দুল আউয়াল,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি : বানারীপাড়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যারের দাবীতে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বোমাফাটিয়ে ইজিবাইক ভাংচুর করে তারা ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে। রোববার রাতে বানারীপাড়া-বরিশাল সড়কের মলঙ্গা ব্রিজের ওপর ওই ঘটনা ঘটে। হামলায় খলিল বালী নামে এক ইজিবাইক যাত্রী গুরুতর আহত হয়েছেন। থানায় মামলা দায়ের করেছেন স্থানীয় কবির মৃধা।
স্থনীয়রা জানিয়েছেন রোববার রাত ৮ টার দিকে বানারীপাড়ার দিক থেকে একটি মিছিল মলঙ্গা ব্রিজের ওপর গিয়ে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে এসময় তারা ৭/৮টি বোমার বিস্ফোরন ঘটায়। এসময় ওইখানথেকে চলমান একটি ইজি বাইকের ওপর হামলা চালায় মিছিলকারীরা।হামলায় খলিল বালী নামে এক ইজিবাইক যাত্রী গুরুতর আহত। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি তাজা হাত বোমা উদ্ধার করেছে। থানায় মিছিলে নেতৃত্ব দানকারী ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০জনের নামে কবির মৃধা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।##