খোলা বাজার ২৪,বুধবার,০৭ নভেম্বর ২০১৮ঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ৭ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সুন্দর ও সফল হওয়ায় ঐক্যফ্রন্ট নেতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী এ ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের সমাবেশ ভালো হয়েছে। আপনারা ভালো সমাবেশ করেছেন। আপনাদের ধন্যবাদ।
এর আগে সংলাপে অংশ নিতে বুধবার সাড়ে ১০টার পর গণভবনে পৌঁছান বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।