Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার,০৭ নভেম্বর ২০১৮ঃ মিজানুর রহমান,দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে সিপাহী -জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ আলোচনা সভার আয়োজন করেছে।
বুধবার সকাল ১১টার সময় দৌলতপুর মহিলা কলেজ চত্বরে সিপাহী -জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জাসদ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি সহির উদ্দিনের সভাপতিত্বে  প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনসংযোগ বিষয়ক সম্পাদক জাসদ ও জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শরীফুল কবির স্বপন, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শ্রী অসিত কুমার শিংহ রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন দবির, আশরাফুল ইসলাম নান্নু, রফিকুল ইসলাম, আজিজ আহম্মেদ,দুলাল আহম্মেদ, চাঁদ মোহাম্মদ, বকুল আহম্মেদ, সম্রাট আহম্মেদ প্রমুখ।