Sat. Sep 13th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০৮ নভেম্বর ২০১৮ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-র রামু আঞ্চলিক সদর দপ্তর এবং নব গঠিত দু’টি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করেছেন।
রাজধানীতে পিলখানায় বিজিবি সদর দপ্তরে আজ এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তের কাছে বিজিবি’র রামু সদর দপ্তরটি হবে এই বাহিনীর পঞ্চম আঞ্চলিক সদর দফতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২৬ জুলাই এই আঞ্চলিক সদরদপ্তর অনুমোদন করেন। কক্সবাজার ও বান্দরবান সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এই সদরদপ্তরের অধীনে ন্যস্ত থাকবে।
বিজিবি’র নতুন ব্যাটালিয়ন দু’টি নারায়ণগঞ্জ ও গাজীপুরে মোতায়েন থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম এবং সিনিয়র সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।