Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০৮ নভেম্বর ২০১৮ঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে যে ধোয়াশা ছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। 

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

হানিফ বলেন, ‘আমরা মনে করি নির্বাচন নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিলো তফসিল ঘোষণায় তা কেটে গেছে। তফসিল অনুযায়ী  নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। দেশ ও জনগণের স্বার্থে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।’ 

হানিফ বলেন, ‘তফসিল ঘোষণায় দেশে জনগণ আনন্দিত। জনগণ এখন আনন্দঘর পরিবেশে ভোটের প্রস্তুতি নিচ্ছে।’