Tue. Sep 16th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮ঃ হেট স্টোরি-টু’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করে বলিউডে রাতারাতি তারকা বনে যান ছোট পর্দার অভিনেত্রী সুরভিন চাওলা।  সম্প্রতি মা হতে চলেছেন এই অভিনেত্রী।  ২০১৫ সালে বিয়েটা চুপটি মেরে সারলেও সন্তান জন্মের বিষয়টি মিডিয়ায় নিজেই জানালেন।  

গতকাল বৃহস্পতিবার  ইন্সটাগ্রামে স্বামী অক্ষয় ঠাকরের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন সুরভিন। ফ্রেমে বাঁধানো ছবিটির সামনে রাখা ছিল বাচ্চাদের জুতো। ঘোষণা করেন মা হওয়ার খবর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের এপ্রিল মাস নাগাদ জন্ম হবে তার সন্তানের।  বম্বে টাইমসের সাক্ষাৎকারে সুরভিন জানান, মা হওয়ার আগের অনুভূতিটা এক্কেবারে অন্যরকম। অক্ষয় ও তিনি পরিবারের নতুন সদস্যকে আমন্ত্রণ জানাতে এক্কেবারে তৈরি। শুধু তাই নয়, নতুন অতিথির আগমণের খবরে নিজেদের সৌভাগ্যবান বলেই মনে করছেন বলেও জানান সুরভিন।

এদিকে শুধু সুরভিন চাওলা নন, শিগগিরই মা হচ্ছেন অভিনেত্রী নেহা ধুপিয়াও।  সম্প্রতি মা হয়েছেন ভারতের ‘টেনিস কুইন’ সানিয়া মির্জা।