Sat. Oct 18th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,শনিবার,১০ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণার পর আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখার উ‌দ্দে‌শে শিবপুর মডেল থানা পুলিশ মোটরসাইকেল মহড়া দি‌য়ে‌ছেন ।

আজ শনিবার বিকেলে এ বি‌শেষ মহড়ায় পু‌লি‌শের প্রায় ২৫টি মোটরসাই‌কেল ও ৪৫ জন পু‌লিশ সদস্য অংশ নেন। মোটর সাই‌কেল শিবপুরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,একাদশ জাতীয় সংস‌দ নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণা‌কে কেন্দ্র ক‌রে যে কোনও ধর‌ণের অনাকা‌ঙ্খিত ঘটনা এড়া‌তে পু‌লি‌শের উ‌দ্যো‌গে এ বি‌শেষ মোটরসাই‌কেল মহড়ার আ‌য়োজন করা হ‌য়ে‌ছে। এর মাধ্য‌মে আমরা জানা‌তে চাই আইনশৃঙ্খলা বা‌হিনী সার্বক্ষ‌ণিক সজাগ র‌য়ে‌ছে।

অন্যরকম