Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,১২ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ সর্বস্তরের সকল পেশার মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং বায়োমেট্রিক একাউন্ট আঙ্গুলের ছাপের মাধ্যমে ১০০% নিরাপদ ব্যাংকিং সেবার প্রতিশ্রুতিতে আজ সোমবার নরসিংদী জেলার শিবপুর উপজেলার সদর রোড, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন প্লাজায় মেসার্স সারোয়ার এন্টারপ্রাইজ এর উদ্যোগে ডাচ্-বাংলা এ্যাজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং নরসিংদী জেলার এরিয়া ম্যানেজার আলমগীর আহমেদ, সিনিয়র সেলস্ ম্যানেজার মোহাম্মদ সানাউল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যোগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক নিপুন খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন প্রমুখ।

এসময় অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকি এর বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে বলেন ডাচ্-বাংলা ব্যাংক এমন একটি ব্যাংক যেখানে বায়োমেট্রিক একাউন্ট আঙ্গুলের ছাপের ১০০% নিরাপদ ব্যাংকিং সেবার মাধ্যমে জমাকৃত টাকার উপর মুনাফা লাভের ব্যবস্থা, এটিএম কার্ড এর মাধ্যমে লেনদেন সুবিধা, ডিবিবিএল এর যে কোন শাখার এবং ডিবিবিএল অনুমোদিত এডেজন্ট ব্যাংকি আউটলেট এর লেনদেন এর সুবিধা, ১০ টাকার বিনিময়ে সঞ্চয়ী হিসাব খোলা, চলতি হিসাব খেলা, টাকা জমাদান,উত্তোলন, ডিপিএস করা, অন্য একাউন্টে সহজে টাকা স্থানান্তর করা, বিদেশ হতে প্রেরিত অর্থ গ্রহন, ফিক্সড ডিপোজিটের ব্যবস্থা, এজেন্ট আউটলেট এ হাজারে ৫টাকা হারে টাকা জামাদান, উত্তোলন ও স্থানান্তরিত করা, বিদ্যুৎ বিল প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা দিয়ে থাকে এ এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে।