Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ,১৩ নভেম্বর ২০১৮ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর বাসীর কাছে দোয়া চেয়ে পিরোজপুর -১ অাসনে ধানের শীষের পক্ষে মনোনয়ন ফরম কিনলেন জেলা বিএনপির বিএনপি'র সাধারন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব অালমগীর হোসেন। 

তিনি খোলাবাজার২৪ডট কমকে বলেন, আমার শৈশব,কৈশর থেকে শুরু করে আজকের আমি যা শুধু আপনাদের ভালোবাসারই সৃষ্টি,আমার চেষ্টার সবটুকু উজাড় করে যুগের পর যুগ আমি বিএনপির সাথে থেকেছি, থেকেছি  নেতাকর্মীদের পাশে, কখনও রাজনৈতিক, সামাজিক দ্বায়িত্ব নিয়ে কখনও বা আপনাদের ভাই-বন্ধু হিসেবে।  

আমি একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশগ্রহন করার সিদ্ধান্তের অংশ হিসেবে আজ পিরোজপুর-১ অাসনের দলীয় ফর্ম কিনেছি।

পিরোজপুর জেলা বিএনপি'র সাধারন সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব অালমগীর হোসেন বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে নমিনেশন পাব বলে আশা করছি।

পিরোজপুর-১ আসনের জাতীয়তাবাদী দলের তৃর্নমূলের নেতা কর্মি ও সমর্থকদের ইচ্ছার প্রতিফলন হবে আমি নমিনেশন পেলে।আমি দলকে পিরোজপুর-১ আসন উপহার দিব আগামী ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে মাধ্যমে বিজয়ী হয়ে। 

আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে পিরোজপুর-১ অাসনের সকলের কাছে দোয়া ও ভোট চাই।