খোলা বাজার ২৪,মঙ্গলবার ,১৩ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন পুলিশ সদর দফতরের সহকারি পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মিরাজ উদ্দিন আহমেদ।বুধবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
নরসিংদীর বর্তমান পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন কে নাটোরে বদলী করা হয়েছে।
গত ৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে (বিপিএম, পিপিএম) নাটোরের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।
পরে গত ৮ নভেম্বর জারী হওয়া প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরের এআইজি মিরাজ উদ্দিন আহমেদকে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগ দিতে বলা হয়।
মিরাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ পুলিশের বিসিএস ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
বিদায়ী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনও বাংলাদেশ পুলিশের বিসিএস ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তিনি চলতি বছরের ১৫ মার্চ নরসিংদীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন ।