Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,মঙ্গলবার ,১৩ নভেম্বর ২০১৮ঃ  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আশা প্রার্থীদের শোডাউন গ্রহণযোগ্য নয়’ প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) এমন বক্তব্যের জবাবে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রেখে বলেছেন, ‘৪ দিন পরে কেন এমন কথা? আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির পরে কেন এমন কথা বলা হচ্ছে।’

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনের এত নিয়ন্ত্রণ, গুম-খুনের পরেও মনোনয়ন সংগ্রহ করতে মানুষের ভিড় দেখে দিশেহারা হয়ে গেছে সরকার।

প্রতিবাদের বহিঃপ্রকাশ দেখানোর জন্য মানুষ মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে আসছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সবার আপত্তির পরেও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রমাণ করে পাতানো নির্বাচনের পথে ইসি হাটছে। এ জন্য সকলের বিরোধীতা করার পরেও ৮০-১০০ আসনে ইভিএম ব্যবহারের কথা বারবার ইসি বলছে। যার সমালোচনা করছে বিএনপি।

নির্বাচনের তারিখ আরও এক মাস পেছানোর দাবি জানিয়ে তিনি বলেন, সিডিউল ১ মাস পেছাতে হবেই। এটা শুধুমাত্র বিএনপির একার দাবি নয়। এটা সকলের দাবি।