খোলা বাজার ২৪,মঙ্গলবার ,১৩ নভেম্বর ২০১৮ঃ আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে মাঠে নামছেন একঝাঁক তারকা। এই তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌসহ আরও অনেকে।
আগামী সপ্তাহ থেকে তারা প্রচারণায় নামবেন।
মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে তাদের নিয়ে বৈঠকও করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
পরে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, অভিনয় শিল্পী , সেলিব্রেটিরা, খুব সহসায় আমাদের নির্বাচনি প্রচারণায় বের হবেন। কিছু টিভিসি আমরা তৈরি করে দেবো, সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলোর প্রচার চালাবেন তারা।
এসময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীকে আমরা প্রচণ্ড ভালোবাসি। তিনি আমাদেরকে যে উন্নয়নের ধারা দেখিয়ে দিয়েছেন, এই ধারায় আমরা হাঁটছি।
আমার মনে হয় উনি যদি আগামীতে প্রধানমন্ত্রী না হন, তবে বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে পারবে না। তাই তার জন্য আমরা নিবেদিতভাবে কাজ করবো।