Mon. Sep 22nd, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার ,১৪ নভেম্বর ২০১৮ঃ বিগত ১১ই নভেম্বর, ২০১৮ ইং তারিখে আইদেশীর মহাখালিস্থ অফিসে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ও আইদেশী (ইনস্টিটিউট ফর ডেভলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিসিয়েটিভস) এর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উভয় পক্ষ দেশব্যাপী “বিনামূল্যে থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা ও জনসচেতনা সৃষ্টি” শীর্ষক ক্যাম্প আয়োজনে সচেষ্ঠ থাকবে। 

সমঝোতা স্মারকটি রোটারী ক্লাব অব ঢাকা নর্থ এর পক্ষে এর প্রেসিডেন্ট রোটাঃ সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও আইদেশীর পক্ষে তার প্রধান গবেষক ড. কায়সার মান্নুর কর্তৃক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানটিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী রোটাঃ ফারাহ এস রাজা, রোটাঃ পিপি ড. সৈয়দ সালেহীন কাদরী, রোটাঃ পিপি এনামুজ্জামান চৌধুরী, রোটাঃ পিপি ব্যারিস্টার রাগীব রোউফ চৌধুরী, রোটঃ পিই এম হাসানুজ জামান ও মিসেস ফেরদৌসী কাদরী।