Wed. Sep 17th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,বুধবার ,১৪ নভেম্বর ২০১৮ঃ আওয়ামী লীগের প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচন করতে চান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। এরই মধ্যে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন তারিন নিজেই।

তারিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি সরাসরি নির্বাচনে অংশ নেব। যদি মনোনয়ন না পাই, যিনি পাবেন, তার জন্য কাজ করব।

এই অভিনেত্রী জানান, আমরা চাই দেশে উন্নয়নের ধারা বজায় থাকুক। জ্বালাও পোড়াও নয়, আমরা চাই দেশের উন্নয়নের রাজনীতিতে সবাই সম্পৃক্ত হোক।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তারিন অভিনয়ের মাধ্যমে মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের। তিনি ছোট থেকেই আওয়ামী লীগের সমর্থক। রাজনীতিতে সক্রিয় হন ২০১৩ সালে। এর দুই বছর আগে তিনি ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সঙ্গে যুক্ত হোন। তরুণদের নিয়ে গঠিত এই সংগঠনের অন্যতম সদস্য তারিন।