Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,১৫ নভেম্বর ২০১৮ঃ  মিজানুর রহমান ,দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে অবাধে চলছে শিশু শ্রমিক দিয়ে চাষ আবাদের মত কষ্টসাধ্য কাজ। উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের চরাঞ্চলে চলছে বাদামের বীজ বপনের মৌশুম এ মৌশুমে এলাকার ৭-১০ বছরের স্কুল পড়–য়া শিশুদের শ্রমিকবৃত্তিতে নিয়োগ করে এক শ্রেণীর সার্থান্ধ মানুষ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তারা প্রচুর মুনাফা অর্জন করে চলেছে। এছাড়া কলকারখানা, মুদি দোকান ও কাঠের ফার্নিসারের দোকানেও চলছে শিশুশ্রম ।  

শিশুদের দুঃখ কষ্টের কথা ভেবে ব্যথাতুর হৃদয়ে শুকান্তকে বলতে হয়েছিল “সবচেয়ে খেতে ভাল মানুষের রক্ত” মানুষ আজ লোভী পশুদের মতই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। মানুষের অর্থলালসার রাজ্যে শিশুদেরও মুক্তি নেই শিশুদের শ্রমিকবৃত্তিতে নিয়োগ প্রাচীন কাল থেকেই চলে আসছে। বর্তমানে সভ্যদেশ সমুহে মানুষ যেখানে বিবেকশক্তি ও স্বাধিনতা বোধের বড়াই করে সেখানেও কেন থাকবে মানবাত্বার অপমান ও নির্লজ্জতার এই উদাহরন।
 

শিশুশ্রম নিরোধের বিষয়ে এলাকার স্কুল শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন উপযুক্ত শিক্ষার প্রসার এবং দারিদ্র বিমোচন ছাড়া সমম্যার সমাধান সম্ভব নয়।