Tue. Sep 16th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,১৫ নভেম্বর ২০১৮ঃ  রাশিয়ার ওপর নতুন করে যেকোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মস্কো। নিষেধাজ্ঞা আরোপের নতুন যেকোনো প্রচেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ককে মারাত্মক জটিল করে তুলবে বলে মনে করে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক সাক্ষাৎকারে বলেন, মস্কো এখনো জানে না যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আর কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। কিন্তু মস্কো এ ব্যাপারে নিশ্চিত যে, সেরকম কোনো প্রচেষ্টা হলে দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

পেসকভ বলেন, সম্প্রতি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ব্রিটেনে রাশিয়ার দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালের হত্যা প্রচেষ্টার জের ধরে মস্কোর ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের একক নিষেধাজ্ঞাকে বেআইনি বলে প্রত্যাখ্যান করবে রাশিয়া।

স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করে এর মধ্যেই মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।