Tue. Sep 16th, 2025
Advertisements

খোলাবাজার২৪, শনিবার,১৭ নভেম্বর ২০১৮ঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ‘ব্যাংকিং খাতে পেশাদারিত্ব’ শীর্ষক কর্মশালা গতকাল শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এবং সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস. এ. চৌধুরী।

এসময়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, মোঃ মামুনুর রশিদ মোল্লা ও মোহাম্মদ সেলিম চৌধুরী, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।