Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলাবাজার২৪, শনিবার,১৭ নভেম্বর ২০১৮ঃমো.রাসেল মিয়াঃ, নরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদী পৌরশহরে পশ্চিমকান্দা পাড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
আজ শনিবার সকালে সেবা সংঘ মন্দিরের গলি রাস্তার পাশে  মরদেহ  দেখতে পেয়ে  এলাকাবাসী খবর দেয় পুলিশকে । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়,অজ্ঞাত যুবকের মৃত দেহ দেখে পুলিকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তেের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। অজ্ঞাত যুবকের বুকে ধারালো অস্ত্রেে আঘাত চিন্হ পাওয়া গেছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানা ওসি তদন্ত মোঃ সালাউদ্দিন বলেন, এখন পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি  রাতে যে কোন সময় হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দূর্বত্তরা  তবে রহস্য উদঘাটনের জন্য  অভিযানেে নেমেছে পুলিশ।