Sun. Sep 14th, 2025
Advertisements

খোলাবাজার২৪, রবিবার,১৮ নভেম্বর২০১৮ঃ আব্দুল আউয়াল,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর)আসনে সৈয়দ শহীদুল হক জামালের আবির্ভাব।

ওয়ান ইলেভেনের পূর্বে (বানারীপাড়া-স্বরুপকাঠীর) বিএনপির কান্ডারী,বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক হুইপ শহীদুল হক জামালের বহিস্কার আদেশ প্রত্যাহারে বরিশাল-২ ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহে বানারীপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে নুতন স্বপ্নের সঞ্চয় হয়েছে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।

বিএপির হেভীওয়েট নেতা শহীদুল হক জামালকে যে আসনেই মনোনয়ন দেয়া হোক ওই আসনে রাজনীতির নুতন মেরুকরন সহ পুরানো হিসাব নিকাশ পাল্টে যাবে বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেন। বরিশাল-২ আসনে বিএনপির হেভীওয়েট ও কর্মীবান্দব নেতা জামালকে মনোনয়ন দিলে আ’লীগের মনোনয়নে হেভীওয়েট প্রার্থীর বিকল্প নেই বলে অনেকেরই ধারনা।বানারীপাড়া উপজেলার সন্ধা নদীর  পশ্চিম জনপদের পাচ ইউনিয়নে শহীদুল হক জামালের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে।পাচ ইউনিয়নের অজপাড়াগায়ে উন্নয়নে সাধারন মানুষের দুর্ভোগ লাঘোবে রাস্তা,কালভার্ট  নির্মান সহ শত শত বেকার যুবককে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিয়েছিলেন কর্মীবান্দব এ নেতা।

১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে(বানারীপাড়া-স্বরুপকাঠী)আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামীলীগের বাঘা প্রার্থী আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেন।পরে ২০০১ সালে শের-ই বাংলার পুত্র সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এ কে ফায়জুল হককে পরাজিত করে এমপি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে সংসদের হুইপ নিযুক্ত করেন।

কারনবশত বিগত বছর কর্মীবান্দব জননেতা শহীদুল হক জামাল বিএনপির বাইরে থাকায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে হতাশা আর নিরাশায় দিন কাটছিলো বলে একটি সুত্র জানায়।সরেজমিন ঘুরে দেখা যায় শহীদুল হক জামালের বহিস্কার আদেশ প্রত্যাহার অতপর বানারীপাড়া-উজিরপুর আসনে মনোনয়ন সংগ্রহে বিএনপি’র নেতাকর্মীদের মাঝে নুতন স্বপ্নের সঞ্চয় হয়েছে।এ আসনের সাধারন ভোটারদের প্রানের দাবী সৈয়দ শহীদুল হক জামালকে বানারীপাড়া-উজিপুর আসনে মনোনয়ন দেয়া হোক।