Fri. Sep 12th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার,২০ নভেম্বর ২০১৮ঃ মো.রাসেল মিয়া ঃ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তোফায়েল রানা নামে এক স্কুল ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আবদুল্লাহ ফকির বাদি হয়ে ৪৭ জনকে আসামী করে রায়পুরা থানায় মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদিকদের সাথে মতবিনিময় কালে নবাগত পুলিশ সুপার মেরাজ উদ্দি আহাম্মেদ এ তথ্য জানান। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার ভোরে রায়পুরার চরাঞ্চল বাঁশগােিত আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে তোফায়েল রানা নামে এক এস এস সি পরিক্ষার্থী নিহত হয়।

পরে দুপুরে বাশঁগাড়ীর সংঘর্ষ পাশ্ববর্ত্তী ইউনিয়ন নিলক্ষায় ছড়িয়ে পড়ে। দিন ভর দফায় দফায় সংঘর্ষে ৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে অর্ধশতাধিক লোক। ভাংচুর ও লুটপাট করা হয় বেশ কিছু বাড়ী ঘরে।

সংঘর্ষে বাঁশগাড়িতে তোফায়েল রানা হত্যার ঘটনায় রোববার রাতে নিহতের পিতা আবদুল্লাহ ফকির বাদি হয়ে ৪৭ জনকে আসামী করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মেরাজ উদ্দিন আহাম্মেদ বলেন,টেঁটা যুদ্ধ বন্ধ করার লক্ষে পুলিশের পক্ষ থেকে সকল প্রকার চেষ্টা চালানো হবে।

একই সাথে এসব হত্যাকান্ডের সাথে জড়িত সকলদের খুঁজে বের করা হবে। সেই সাথে জেলার সুবিধা অসুবিধা সহ সকল ধরনের তথ্য উপাত্ত দিয়ে সহেযোগীতার জন্য সাংবাদিকদের নিকট আহব্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শাহারিয়ার আলম,গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মোস্তফা,সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।