Mon. Sep 15th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,২১ নভেম্বর ২০১৮ঃ মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে নরসিংদী জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও পেশোয়ারী দরবার শরীফের যৌথ উদ্যোগে বাসাইল গাউছিয়া পেশোয়ারীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এক বিশাল জশ্নে জুলুম ( আনন্দ মিছিল) বের করা হয়।

মিছিলটি নরসিংদী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেশোয়ারী দরবার শরীফে এসে শেষ হয়। মিছিলে হাজারো আশেক্বে রাসূলদের মিলনমেলা ঘটে। এসময় মিছিলে তিলাওয়াতে কোরআন, হাম্দ বারী তা’আলা, না’তে মোস্তফা (দঃ), রাসূলে খোদা (দঃ), শানে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে। উক্ত জুলুছে বিভিন্ন দরবার থেকে তরিক্বতপন্থি পীর-মাশায়েখ আলেম-উলামাসহ অসংখ্য নবী প্রেমিকরা উপস্থিত ছিলেন। মিলাদ-মাহফিল ও আলোচনা সভার শেষে আখেরী মোনাজাত ও তাবাররুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।