Fri. Sep 19th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,শনিবার,২৪ নভেম্বর ২০১৮ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কৌশলে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।  


শনিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


মাহমুদুর রহমান মান্না বলেন,  বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।  এই কথার মধ্যে কোনো ভুল নেই।  এই কথা খুবই সত্যি। কিন্তু তার মানে বেগম জিয়া জেল থেকে না বের হলে আমরা নির্বাচন করবো না তা কি বলছি। বলছি, এমন কৌশল নেবো, এমনভাবে লড়াই করবো যাতে শত্রুকে আমি পরাজিত করতে পারি।