Thu. Sep 18th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,৩০ নভেম্বর ২০১৮ঃ মনোনয়নপত্র জমা দেয়ার সময় সরকারদলীয় প্রার্থীদের ফল-মিষ্টি দিয়ে আপ্যায়ন করেছেন রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আলি আকবর। আর সেই ছবি ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।
আপ্যায়নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন আপ্যায়নবঞ্চিত বাকি রাজনৈতিক দলের প্রার্থীরা।
বুধবার মাগুরার দুটি আসনে ১৪ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বেলা ১১টার দিকে মনোনয়নপত্র জমা দিতে যান মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার।
এ সময় জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মুহম্মদ আলি আকবর উভয় প্রার্থীকে ফল-মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। কেউ ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সমালোচনা শুরু হয়।
আ’লীগের দুই প্রার্থী ছাড়াও গণফোরাম, বাংলাদেশ কংগ্রেসসহ অন্য রাজনৈতিক দলের নেতারা মনোনয়নপত্র জমা দিতে গেলেও তাদের আপ্যায়ন না করায় জেলা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। তারা অসন্তোষ প্রকাশ করে বলেন, ঘটনাটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মাগুরা-১ আসনের গণফোরাম প্রার্থী ডা. মিজানুর রহমান বলেন, প্রত্যেক প্রার্থীকেই সমান দৃষ্টিতে দেখা উচিত। নির্বাচন সামনে, আগামী দিনগুলোতে কোনো প্রকার পক্ষপাতিত্ব নয় বরং নির্বাচনী পরিবেশ সুন্দর থাকবে এই প্রত্যাশা করছি। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আলি আকবর বিষয়টি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। পক্ষপাতিত্বের কোনো অভিযোগ নেই।